লোশন নাকি বডি বাটার, কোনটা বেছে নিবেন?
রুক্ষ-শুষ্ক ত্বকের জন্য বেস্ট সল্যুশন
বডি বাটার, এই প্রোডাক্টটি কী কাজ করে সেটা নিয়ে অনেকেই জানতে চান, তাই প্রথমেই কিছু ইনফরমেশন শেয়ার করছি। বডি বাটার হল থিক ময়েশচারাইজিং ক্রিম যা স্কিনের ভেতর থেকে আর্দ্রতা ফিরিয়ে আনে তেল চিটচিটেভাব ছাড়াই। আমাদের নরমাল বডি টেম্পারেচারে এটা সুন্দরভাবে স্কিনে মিশে যায় এবং ত্বক সহজেই এটা অ্যাবজর্ব করতে পারে। আমরা জানি মুখের আর বডির অন্যান্য পার্টের স্কিন টাইপ এক না। ড্রাই সিজনে বডির স্কিনে ডিপ ময়েশচারাইজিং করতে হয়। এতে স্কিন প্রোপারলি হাইড্রেশন আর নারিশমেন্ট পায়। বডি বাটারে মুলত শিয়া বাটার, গ্লিসারিন, ভিটামিন বি৩, ভিটামিন ই, সীড অয়েল, কোকোয়া বাটার, অলিভ, কোকোনাট এক্সট্র্যাক্টসহ স্কিন কন্ডিশনিংয়ের বিভিন্ন উপাদান থাকে। ক্রিমি-বাটারি টেক্সচারের ক্রিম শরীরের শুষ্কতম স্থানগুলোকেও খুব সহজে নারিশড করে এবং লং টাইম ধরে স্কিনকে সফট রাখে।
লোশন নাকি বডি বাটার, কোনটা বেস্ট?

দুইটাই ভালো, দুইটাই বডির স্কিনকে ময়েশ্চারাইজ করে। তবে বেসিক কিছু পার্থক্যতো আছে। চলুন সেগুলো জেনে আসি।


